প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যশোরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এরমধ্যে আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হয়েছে ৫৫.০৩ কিলোমিটার। ব্যয় হয়েছে ৩৬৫কোটি ২৫ লাখ টাকা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ মহাসড়কের উদ্বোধন করবেন আগামীকাল বুধবার। যশোরসহ দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করবেন তিনি ।
যশোরে আঞ্চলিক মহাসড়ক নিয়ে ব্যবসায়ীরা বলছেন, যশোর-বেনাপোল রাস্তা নির্মাণ হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ীদের আমদানি-রফতানি বেড়েছে বহুগুণ। অল্প সময়ে পরিবহণের মাধ্যমে বেনাপোল থেকে পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে ব্যবসায়ীরা। অন্যদিকে চৌগাছা অঞ্চলের কৃষকরা বলছেন, খুব দ্রুত খুলনা বিভাগের সবচেয়ে বড় কাঁচামালের হাট সাতমাইল বারীনগর বাজারে অল্প সময়ে সবজি নিতে পারছেন। এতে যেমন খরচ কমেছে; তেমনি ক্ষেত থেকে সবজি নিয়ে সময়মত বাজারে পৌঁছানো যাচ্ছে ।
যশোর সড়ক বিভাগের দেয়া তথ্যমতে, ২০১৭ সালের পহেলা জানুয়ারি ৩০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩৮.২০ কিলোমিটার যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়। আর এই কাজ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ জানুয়ারি। অন্যদিকে ২০১৮ সালের পহেলা জুলাই ৫৭ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে চূড়মানকাটি-চৌগাছা ১৬.৮৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়। কাজ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ জুন।
চৌগাছার দেবীপুর গ্রামের কৃষক জব্বার আলী বলেন, চুড়ামানকাটি-চৌগাছা আঞ্চলিক মহাসড়ক হওয়ায় খুব দ্রুত খুলনা বিভাগের সবচেয়ে বড় কাঁচামালের হাট সাতমাইল বারীনগর বাজারে দ্রুত ও কম খরচে সবজি নিয়ে আসতে পারছি।
যাত্রাপুর গ্রামের ওসমান আলী বলেন, আগে রাস্তা খারাপ থাকায় বারীনগরে সবজি নিয়ে যেতে অনেক সময় লাগতো। যেয়ে দেখতাম হাট ভেঙে যাচ্ছে । এখন নতুন রাস্তা হওয়ায় সঠিক সময়ে হাটে যেতে পারছি।
ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের সাব-কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, যশোর-বেনাপোল রাস্তা নির্মাণ হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ীদের আমদানি-রফতানি বেড়েছে। অল্প সময়ে পরিবহণের মাধ্যমে বেনাপোল থেকে পণ্য নিয়ে গন্তব্য পৌঁছাচ্ছেন ব্যবসায়ীরা। এতে সময়ও কমেছে।
যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে ডিজিটাল প্রজেক্টরে সড়ক উদ্বোধন দেখতে পারবো । ৫১ জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন । অন্য জেলাগুলোতে স্ব স্ব জেলা প্রশাসকের কার্যালয় থেকে উদ্বোধন দেখা যাবে।

