আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে বাইকের ধাক্কায় নিহত ১

আরো পড়ুন

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ জয় উদযাপন করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকার সবার সঙ্গে বাজারে বসে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারা। ওই মিছিলে শাওন ছিল। রাত সাড়ে ১২টার দিকে মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের খিলা বাজারের দিকে যেতে শুরু করে। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী অন্তরকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ