সিলেটের কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহতসহ পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন।
রবিবার বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল রবিবার রাত ৯টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুহিবুর রহমান রুবেল (৩১) নামের ওই যুবক মারা যান। নিহত মুহিবুর কোম্পানীগঞ্জ উপজেলার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, মুহিবুর রহমান রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৬ জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেলসহ তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।
জাগো/আরএইচএম

