আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো: ডোনাল্ড ট্রাম্প

আরো পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো।

শনিবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যাল এ লেখা এক বার্তায় এ কথা বলেছেন। তিনি ঐ পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্প তার পোস্টে আরো লিখেছেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।

তিনি অতীতের মতো আবারো দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল বলে তিনি উল্লেখ করেন।

২০২০ সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহবানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ