ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ-এর মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ (১৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৯,১১২ পিস ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৬২৪ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।
জাগো/আরএইচএম

