গোল্ডেন বুট ও বলের ট্রফি কার হাতে উঠবে

আরো পড়ুন

ফিফা ২০২২ আসরের আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

অংশগ্রহণকারী দুই দলই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছে। দুটি দলই একটি করে ম্যাচ হেরেছে গ্রুপ পর্বে। এছাড়া আজকে জানা যাবে বিশ্বকাপের ট্রফি ছাড়াও অন্যান্য পুরস্কার পাবে কারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোল্ডেন বল এবং গোল্ডেন বুট নিয়েই মানুষের আগ্রহ। কারণ এই দুই পুরস্কারে দেখা যাবে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং আর্জেন্টিনার লিওনেল মেসির দৌরাত্ব।

এছাড়াও গোল্ডেন বলে তাদের সঙ্গে রয়েছেন ফ্রান্সের গ্রিজম্যান এবং গোল্ডেন বুটে রয়েছেন আর্জেন্টাইন তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজ এবং ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদ।

এবারের বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ফেলেছেন তারা। বর্তমানে গোলে এবং এসিস্টের দিকে তুমুল লড়াইয়ে আছেন শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামা মেসি এবং দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে খেলা এমবাপ্পে। সমান পাঁচটি করে গোল দিয়ে মেসির এসিস্ট ২ এবং এমবাপ্পের এসিস্ট ২। এছাড়া আলভারেজ এবং জিরুদের গোল ৪টি করে।

শেষ অবধি কার হাতে উঠবে এ দুটি ট্রফি তার জন্য অপেক্ষ করতে হবে আজকের ফাইনাল ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ