বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ নিলো নৈশপ্রহরীর

আরো পড়ুন

বগুড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের পাশের সড়কে গাড়িচাপায় এক নৈশপ্রহরী নিহতের ঘটনা ঘটেছে ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন (৭০) বগুড়া বিসিক শিল্পনগরীর নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শহরের সুলতানগঞ্জপাড়ায়।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সড়কের ওপর লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি দায়িত্বপালন শেষে ভোরে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ