যশোরে দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। অপরদিকে, ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

মণিরামপুরে নিহতরা হলেন, মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০) এবং পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫)। সম্পর্কে হাফেজ নাহিদ হাসান শিহাব হোসেনের আপন খালাতো ভাই।

পতেঙ্গালিতে নিহতরা হলেন, চাঁচড়া খামারপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও বর্মন পাড়ার পাগল বর্মনের ছেলে সূর্য বর্মন (১৮)।

স্থানীয়রা জানান, যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কায় দুই ভাই নাহিদ হাসান ও শিহাব হোসেন নিহত হন।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু সঙ্গে আঘাত লাগে। এতে তাঁরা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার ছয় ঘন্টার ব্যবধানে যশোরে সড়ক দুর্ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর চারটার দিকে শহরতলীর ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত জানান, দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু এক বাইসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্য ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনই মারা যায়। এ ঘটনায় নন্দ ঘোষ নামে আরেক বাইসাইকেল আরোহী বৃদ্ধ আহত হয়েছেন।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। আহত বৃদ্ধ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পতেঙ্গালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় ট্রাক চালক এখনো আটক হয়নি। আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ