যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৫৯ জন

আরো পড়ুন

যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৫৯ জন। করোনাকালে দুই বছর পর পরীক্ষা দিয়ে নিয়োগ পাওয়ায় মহাখুশি তারা।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এ ফলাফল প্রকাশ করে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সময় যশোর জেলা থেকে আবেদন করে ২ হাজার ৭ শ প্রার্থী। কিন্তু করোনাভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত থাকে। চলতি বছরের ২২ এপ্রিল নিয়োগ পরীক্ষা হয়। ১২ অক্টোবর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। সেই পরীক্ষা যশোর জেলায় উত্তীর্ণ হয়েছে ৬৫৯ জন প্রার্থী।

শিক্ষক পদে উত্তীর্ণ হওয়াদের মাঝে যেন আনন্দের শেষ নেই।

বাঘারপাড়া উপজেলার পাইকপাড়ার বাসিন্দা সুব্রত কুমার দেবনাথ জানান, তিনি অনেক খুশি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছরের মাথায় চাকরি পাওয়া এখুশির কারণ। এরকম অনুভুতি প্রকাশ করেন সদরের শালিয়া হাটের সাবেরুল ইসলাম, শহরের খড়কীর প্রতীক বিশ্বাসসহ আরো অনেকেই। তাদের মাঝে যেন আনন্দের শেষ নেই।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, শুন্য পদে শিক্ষক নিয়োগ হওয়ায় ভাল হলো। শুন্য পদ যারা নিয়োগ পেয়েছে,তারা ভাল ভাবে শিক্ষার্থীদের পাঠদান করবে। এতে করে প্রাথমিক শিক্ষা তরান্বিত হবে। সরকারের যে লক্ষ্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যে লক্ষ্য পুরণ হবে। দেশে শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ