নওগাঁর সদরে মোহাম্মদ জালাল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকার একটি আলুখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জালাল বগুড়ার আদমদিঘী উপজেলা সান্তাহার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা আলুখেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, মরদেহে মুখ থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হবে।

