কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দম্পতির

আরো পড়ুন

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মজনু হোসেন (৬০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪৫)। আহতদের মধ্যে একজনের নাম রুহুল আমিন (৬০), তার অবস্থা গুরুতর। আহত অপরজনের নাম জানা যায়নি। এদের সবার বাড়ি ভেড়ামারার জুনিয়াদহ এলাকায়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, জুনিয়াদহ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভেড়ামারা শহরে আসছিলেন ওই চারজন। পথে বাঁকাপোল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মজনু হোসেনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান হাজেরা খাতুন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুইজনের মরদেহ এখনো হাসপাতালেই আছে। আহত দুইজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের ময়নাতদন্ত করা হবে কি না তা ঠিক হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ