বগুড়ায় ৮ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান

আরো পড়ুন

বগুড়ার শেরপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বোরো উফশী এবং হাইব্রিড ফসলের বীজ-সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সামেদুল ইসলাম, আব্দুল হান্নান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার দশটি ইউনিয়নে মোট আট হাজার তিনশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ