সিলেটে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পুলিশের ধারণা ধর্ষণ শেষে ওই নারীকে খুন করা হয়েছে।
গত সোমবার দুপুরে তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই নারীকে কয়েকদিন ধরে ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। লাশ উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই নারীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
জাগো/আরএইচএম

