বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম কমল দত্ত। তিনি শেরপুর পৌরশহরের পশ্চিম দত্তপাড়া এলাকার বাসিন্দা। গতকাল শনিবার শহরের হাটখোলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে একই এলাকার অরুণ দত্তের ছেলে উত্তম দত্ত আকাশ বাদী হয়ে তার বিরুদ্ধে শেরপুর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী আকাশের সঙ্গে আর্থিক লেনদেন ছিল কমলের। বেশ কিছুদিন ধরে তার কাছ থেকে বাকিতে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি কেনেন কমল।
পরবর্তীতে ওই টাকা পরিশোধে ৩টি ব্যাংকের চেকও দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসে। বিষয়টি নিয়ে কথা বললে কমল টালবাহানা করেন, টাকা দিতে অস্বীকৃতি জানান।
মামলার বাদী আকাশ অভিযোগ করে বলেন, ‘ব্যবসায়িক বিশ্বাস ভঙ্গ করেছে কমল। এমনকি প্রতারণার আশ্রয় নিয়ে আমার ব্যবসার দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে। একাধিকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছি।’
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার এ বিষয়ে বলেন, অভিযুক্ত কমল দত্তকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জাগো/আরএইচএম

