খাগড়াছড়িতে নিজ বাড়ি থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

আরো পড়ুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকার বাড়ি থেকে সাজ্জাদ হোসেন (২৪) নামের ওই তরুণের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, সেমুতাং গ্যাসফিল্ড এলাকার প্রাচীরঘেরা ওই বাড়িতে সাজ্জাদ হোসেন ও তাঁর ভাই থাকতেন। গতকাল রাত ১১টার দিকে এক ভাই মুঠোফোনে রিচার্জ করতে দোকানে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সাজ্জাদকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ