ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়ে রাজধানীতে আরো ৩০৭ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতদের রাজনৈতিক মামলার ৭৬ জন আসামি রয়েছেন। বাকিদের নানা অপরাধে গ্রেফতার করা হয়েছে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজধানী জুড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকেও এসব অভিযানে গ্রেফতার করা হচ্ছে। ডিএমপির এই বিশেষ অভিযান চলমান থাকবে।
জাগো/আরএইচএম

