প্রেমিকার বাবার পিটুনিতে মারাই গেলেন প্রেমিক

আরো পড়ুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিক সোহাগ আহমেদ (১৭) মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

নিহত প্রেমিক সোহাগ আহমেদ উপজেলার নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে একই এলাকার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে। প্রেমিক আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় মেয়ের বাবা ও ভাই বিষয়টি মেনে নেননি। এর মধ্যে গত ২১ নভেম্বর ও ২৩ নভেম্বর দুই দফায় প্রেমিকার বাবা ঘরে আটক করে তাকে বেধড়ক মারপিট করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৪ নভেম্বর মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার হঠাৎ সোহাগ বেশি অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সোহাগ মারা যান। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগের মামা ইয়াকুব আলী বলেন, আমার ভাগিনাকে বাড়িতে গিয়ে তারা মারধর করে হত্যা করেছে। মারপিটের কারণে সোহাগ অসুস্থ হয়ে মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন শামীম বলেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান হাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ ঢাকা থেকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে ও মেয়ের বাবাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ