গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

আরো পড়ুন

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৪ জানুয়ারি ওই আসনে ভোটগ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইসি ভবনে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ৪ জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। ভোট কেন্দ্রগুলোতে থাকবে সিসিটিভি ক্যামেরা।

জাহাঙ্গীর আলম বলেন, তদন্ত কমিটির সুপারিশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে ভোটের রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ভোটে সিসি ক্যামেরা থাকবে। আগে যেভাবে ভোট হয়েছে সেভাবেই হবে।

কেন্দ্রে এজেন্টের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে সিইসি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যারা এজেন্ট ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের বস্তার মধ্যে যে তালিকা আছে, ওগুলো জেলা নির্বাচন কর্মকর্তারা উন্মুক্ত করবেন। তারা যেন দায়িত্ব পালন করতে না পারেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় ভোট মাঝপথে বন্ধ করে দিয়েছিল ইসি। অনিয়মের অভিযোগে ১৩৪ জন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে কমিশন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ