দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখায় দুই কিশোরকে গুলি করে হত্যা

আরো পড়ুন

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাইসান শহরের এক বিমানবন্দরে স্থানীয়দের সামনে ওই দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মিররের খবরে বলা হয়েছে, চলতি বছরের গত অক্টোবরে ওই দুই কিশোরের মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে।

দেশটির কর্তৃপক্ষ কিশোর-বয়সী দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দেয়। দেশটিতে যারা দক্ষিণ কোরিয়ার সিনেমা, সিরিজ বা ড্রামা সরবরাহ করে এবং যারা এসব দেখে, এবং মানুষকে হত্যা করে সামাজিক শৃঙ্খলা ব্যাহত করে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হবে।

এদিকে ডেইলি মেইল বলছে, সৎমাকে খুনের অভিযোগে দেশটিতে একই বয়সী আরেক কিশোরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার বাইরের সংবাদ মাধ্যমের প্রবেশের কড়া নিষেধাজ্ঞা আছে।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে। দেশটির যেকোনো সিনেমা বা মিডিয়া উত্তর কোরিয়ায় নিষিদ্ধ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ