মধ্যপ্রদেশে ট্রাফিক সিগন্যালে চালকের হার্ট অ্যাটাক, আহত ৬

আরো পড়ুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জাবালপুরে একটি ট্রাফিক সিগন্যালে হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন (হার্ট অ্যাটাক) বাসচালক। নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন।

ট্রাফিক সিগন্যালে থাকা সিসি ক্যামেরায় ভয়াবহ সে দৃশ্য ধরা পড়েছে। পুলিশ সূত্র বলছে, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। তবে বাসটি অপেক্ষাকৃত ধীরগতিতে চলায় তেমন কিছু ঘটেনি, তা ছাড়া বাসটির মেঝের অংশটি নিচু হওয়ার কারণে ধাক্কা খাওয়া মানুষেরা এর নিচে চলে যাননি। সর্বশেষ একটি বিদ্যুচ্চালিত রিকশাকে ধাক্কা দেওয়ার পর পর বাসটি থেমেছে।

পুলিশ বলছে, বাসে থাকা যাত্রী এবং বিদ্যুচ্চালিত রিকশার দুই শিশু আরোহীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন আহত এক বয়স্ক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এনডিটিভি বলছে, ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা।

৬০ বছর বয়সী চালক হারদেব পল এক দশক ধরে সিটি মেট্রো বাস সার্ভিসে চালক হিসেবে নিযুক্ত ছিলেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ