বরিশালে জমি লিখে দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীর বিরুদ্ধে তার স্বামী শেখ ইকবাল কবির (৬০)-কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।
সোমবার রাতে নগরীর পলাশপুর বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেখ ইকবাল কবিবের বাড়ি ওই এলাকায় শেখ দেলোয়ার হোসেনের ছেলে। ইকবালের স্ত্রী জাফরিন আর পপিকে (৪০) এ ঘটনায় আটক করেছে পুলিশ।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পারিবারিক বিষয় নিয়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাত ১০ টার দিকে বাসার ছাদে বসে থাকা অবস্থায় ইকবালকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন পপি।
এ সময় ইকবালের চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পপিকে আটকের সময় হত্যার কাজে ব্যবহৃত বটি উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, ঢাকা নেওয়ার পথেই ইকবালের মৃত্যু হয়। তার লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পপি স্বীকার করেছেন যে, জমি ও বাড়ি তার নামে লিখে না দেওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়েছেন।
জাগো/আরএইচএম

