কাতারে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে মার্কিন সাংবাদিক আটক

আরো পড়ুন

এক মার্কিন সাংবাদিককে সোমবার কাতারে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। খবর রয়টার্সের।

মার্কিন সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল। তিনি একসময় যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। এখন তার নিজের ওয়েবসাইট রয়েছে।

গ্র্যান্ট বলেন, তিনি এলজিবিটিকিউ কমিউনিটির সমর্থনে একটি রংধনু (রেইনবো) রঙের টি-শার্ট পরেছিলেন। এই টি-শার্ট পরেই তিনি গতকাল কাতারের একটি বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। তখন তাকে অল্প সময়ের জন্য আটক করা হয়।

কাতারে সমকামী সম্পর্ক অবৈধ। গতকাল দেশটির আহমেদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলা ছিল।

গ্র্যান্ট বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানান। তারা তাকে টি-শার্ট খুলে ফেলতে বলেন। ঘটনাটি নিয়ে তিনি টুইট করলে তার ফোন কেড়ে নেয়া হয়। তাকে অল্প সময়ের জন্য আটক করা হয়।

গ্র্যান্ট টুইটারে লিখেছেন, আমি ঠিক আছি। কিন্তু এটা ছিল একটি অপ্রয়োজনীয় কঠিন পরীক্ষা।

গ্র্যান্টের ভাষ্য, পরে একজন নিরাপত্তা কর্মকর্তা তার কাছে আসেন এবং ক্ষমা চান। তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেন।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন প্রতিনিধি এই ঘটনায় গ্র্যান্টের কাছে ক্ষমা চেয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ