রংপুর নগরীর হারাটি এলাকার কৃষক প্রহ্লাদ চন্দ্র রায়। রাতের আঁধারে তার জমি থেকে কেটে নেয়া হয়েছে পাকা ধান। অভিযোগ উঠেছে, একই এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিথুন চন্দ্র রায়ের নেতৃত্বে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এটি ঘটানো হয়েছে। এরই মধ্যে মিথুনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় প্রহ্লাদ চন্দ্র রায় রংপুর মহানগরের পরশুরাম থানায় মিথুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন, মিথুন চন্দ্র রায় (৩০), সুবল চন্দ্র রায় (৩৫), নির্মল চন্দ্র রায় (৩২), রতন চন্দ্র রায় (৫০) ও মানিক চন্দ্র রায় (৬০)। এর মধ্যে মিথুন রংপুর নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে প্রহ্লাদ চন্দ্র রায় ঘুম থেকে উঠে দেখেন, বাড়ির পাশে তার তফশিলভুক্ত ৫৫ শতাংশ জমি থেকে ধান কেটে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলেও দুর্বৃত্তদের হাতে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র থাকায় কেউ সামনে যাওয়ার সাহস পায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিথুন চন্দ্র রায়কে আটক করে।
এ ব্যাপারে পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম জানান, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

