দেশের চারটি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল দক্ষিণ ও ভোলা জেলায় কমিটি অনুমোদন দিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
ঢাকা জেলা
সভাপতি খন্দকার আবু আশফাক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
নারায়ণগঞ্জ জেলা
আহ্বায়ক গিয়াস উদ্দিন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, খন্দকার মাশুকুল ইসলাম রাজিব ও লুৎফর রহমান খোকা। মোশারফ হোসেন, মো. জুয়েল আহমেদ ও গোলাম ফারুক খোকনকে সদস্য করা হয়েছে।
বরিশাল দক্ষিণ জেলা
আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
ভোলা জেলা
আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ১নং যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব রাইসুল আলম।

