রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয়ের লক্ষাধিক সেনা হতাহত

আরো পড়ুন

ইউক্রেনের সঙ্গে প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্যের সংখ্যাও প্রায় সমান।

বুধবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক জেনারেল এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কে একটি ইকোনমিক ক্লাবে বক্তৃতাকালে জেনারেল মার্ক মাইলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি ‘অভূতপূর্ব কৌশলগত ভুল’, যার জন্য দেশটিকে বছরের পর বছর ধরে মূল্য দিতে হবে।

মাইলি বলেছেন, এই যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। এতে ইউক্রেনের দেড় কোটি থেকে তিন কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, মারা গেছে প্রায় ৪০ হাজার।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এ সামরিক কর্মকর্তা বলেছেন, আসন্ন শীতে যুদ্ধের সম্মুখভাগ কিছুটা স্থিতিশীল হলে সংঘাতের অবসানের জন্য আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, যখন আলোচনার সুযোগ থাকে, যখন শান্তি অর্জন করা যায়, তখন তা গ্রহণ করুন।

কিন্তু শেষপর্যন্ত সমঝোতা যদি না হয়, তখন কী হবে? মাইলি বলেছেন, যুক্তরাষ্ট্র তখনো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাবে। যদিও উভয়পক্ষের জন্যই সামরিক বিজয়ের সম্ভাবনা ক্রমেই ফিঁকে হয়ে আসছে।

তিনি বলেন, উভয়কেই স্বীকার করতে হবে, সামরিক বিজয় সম্ভবত সত্যিকার অর্থে সামরিক উপায়ে অর্জনযোগ্য না-ও হতে পারে। তাই অন্য কৌশলে ফিরতে হবে।

খেরসন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের বিষয়ে এ মার্কিন জেনারেল জানান, অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলটি থেকে সত্যি সত্যি রাশিয়ার সৈন্য প্রত্যাহারের কিছু লক্ষণ দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে দিনিপ্রো নদীর তীর থেকে ৩০ হাজারের মতো রুশ সৈন্য সরিয়ে নিতে কয়েকদিন, এমনকি সপ্তাহও লেগে যেতে পারে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ