সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালি বাজারের একটি বাড়ি থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা মিশু ও গোয়াইপাড়া এলাকার বাসিন্দা মনা। এরা দুজন কামাল হত্যা মামলার যথাক্রমে ৪ ও ৬ নাম্বার আসামি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে এই হত্যা মামলার আরেক আসামি কুটি মিয়াকে গ্রেফতার করে সিলেটের বিমানবন্দর থানার পুলিশ।
গত রবিবার রাতে নগরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন আ ফ ম কামাল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা সংক্রান্ত বিরোধে কামাল খুন হয়েছেন।
হত্যাকাণ্ডের প্রায় ৪৯ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নিহতের ভাই মইনুল হক ১০ জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন।
জাগো/আরএইচএম

