বিএনপির সমাবেশে লাঠি কেন, প্রশ্ন কাদের

আরো পড়ুন

বিএনপির সমাবেশগুলোতে জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন প্রশ্ন তোলেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে গিয়েও গণতন্ত্রের ক্ষতি করেছে।

কাদের বলেন, বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক তারা আগুন সন্ত্রাস করবে না। সেটি তারা মাঠে বাস্তবায়ন করুক।

বিএনপির সমাবেশগুলোতে লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আনা নিয়ে সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতা-কর্মীদের বের হতে হবে? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক সন্ত্রাস। এটা বন্ধ করতে হবে।

আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে, রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বৈরাচার থেকে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

দিনটি উপলক্ষে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ