ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে ।
আজ বুধবার (৯ নভেম্বর) সকালে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কে ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের তাপসীডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে জামাল মাহবুব (৪২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে বাপ্পি (২৫)।
এলাকাবাসীর বরাতে জানা যায়, সকাল ছয়টার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের মথুরাপুর নামক স্থানে ইটভাটার মাটিটানা একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নছিমনচালক বাপ্পি। তাঁকে উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল সাড়ে ছয়টার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার দুধসর নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে একটি ট্রাকের ওপরে থাকা জামাল মাহাবুব ও বিল্লাল হোসেন গুরুতর আহত হন। তাঁদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে জামাল মাহাবুব মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো/আরএইচএম

