নেপালে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ১২ মিনিটে এ ভূমিকম্প হয়।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার বলছে, রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খাপতাড ন্যাশনাল পার্ক।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দোতি জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ভোলা ভাট্টা বলেন, নিহত ছয়জনের মধ্যে শিশু চারটি। এর মধ্যে ৮ বছর বয়সী একটি ছেলে এবং ১৩ বছর বয়সী একটি ও ১৪ বছর বয়সী দুটি মেয়েশিশু রয়েছে। নিহত অপর দুজনের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী এক পুরুষ।
পুলিশ কর্মকর্তা ভাট্টা বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসাবশেষের আঘাতে এই ছয়জনের মৃত্যু হয়। জেলায় যে পাঁচজন আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া নেপালের রাজধানী কাঠমান্ডুতে ও ভারতের রাজধানী নয়াদিল্লিসহ কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।
জাগো/আরএইচএম

