যশোরের বেনাপোল চেকপোস্টে লাইনে দাঁড়িয়ে থাকা পাসপোর্টধারী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বিপ্লবী দাস (৫১) নামে এক ভারতীয় নারী স্ট্রোক করে মারা গেছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে প্যাসেঞ্জার টার্মিনালে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিপ্লবী দাসের ভাইপো শান্ত চন্দ্র দে বলেন, আমরা কয়েকদিন আগে ভারত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল এসে প্রথমে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স দিই। তারপর কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করেত প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়াই। অনেকক্ষণ দাঁড়ানোর একপর্যায়ে আমার পিসি অসুস্থবোধ করেন এবং কিছুক্ষণ পরে পড়ে যান। এ সময় পিসিকে চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভারতে ফিরে যাওয়ার জন্য ভারতীয় এক নারী যাত্রী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জাগো/আরএইচএম

