আবারো রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

আরো পড়ুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সেলিম। নিহত সেলিম টেকনাফ মোছনী রেজিস্টার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৮ নভেম্বর ভোরের দিকে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যকাণ্ড ঘটেই চলছে। প্রশাসনের কড়াকড়ির পরও নবী হোসেন ও মুন্না গ্রুপ সক্রিয় রয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্য হিসেবে কাজ করতেন সেলিম। এই নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জেরে সেলিমকে গুলি করা হয়েছে। সেলিম টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা হলেও ঘটনাস্থল উখিয়ায়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ