নরসিংদীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আরো পড়ুন

নরসিংদীর রায়পুরায় গৃহবধূ লাভলী আক্তারকে (৩০) ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী সুজন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত রবিবার ভোরে রায়পুরা পৌর এলাকার মামুদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

সুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৩ বছর আগে সুজন ও লাভলীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। সাত বছর আগে সুজন মিয়া বিদেশে যান এবং গত দুই মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার আগেই তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েন। সম্প্রতি সুজনের মনে সন্দেহ সৃষ্টি হয়, তাঁর স্ত্রী মুঠোফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে নিয়মিত কথা বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে। ঘটনার দিন রাতভর এসব নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। উত্তেজিত সুজন মিয়া ভোরের আগে স্ত্রী লাভলীর পেটে ছুরিকাঘাত করেন। লাভলী মারা গেছেন বুঝতে পেরে রক্তাক্ত লাশ শয়নকক্ষে রেখে সুজন ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে পলাতক সুজন ফরিদপুরের সদরপুরের আটরশি দরবার শরীফের আশপাশে অবস্থান করছেন। রাতেই সেখানে অভিযান চালান রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। পরে আটরশি দরবার শরীফের পাশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, হত্যাকাণ্ডের এক দিনের মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। গ্রেফতার সুজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ