সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আরো পড়ুন

সাতক্ষীরার দেবনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে র‌্যাব-৬।

সোমবার (৮ নভেম্বর) রাতে তাকে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর এলাকা থেকে থকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আসামি আমজাদ হোসেন ওই কিশোরীকে বিভিন্ন সময়ে টাকা পয়সা ও বিয়ের প্রলোভন দেখাত। ২০ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি তাদের বাড়িতে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে বাবাকে জানালে আমজাদকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামি পলাতক ছিল। এ ঘটনাায় র‌্যাব তাকে গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব তাকে সোমবার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

আসামিকে সাতক্ষীরা থানায় প্রেরন করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ