রাজশাহীর পুঠিয়া উপজেলায় হেরোইনসহ ফরমান আলী নামের এক ইউপি সদস্যকে আটক করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, আটকের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চরছে।
জাগো/আরএইচএম

