ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৪

আরো পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার সময় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), জুনায়েদ শেখ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ