বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

আরো পড়ুন

কিশোরগঞ্জের ভৈরবে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

রবিবার (৬ নভেম্বর) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ময়মনসিংহ গামী সৌখিন এক্সপ্রেস বাসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুইজন নিহত হন। এসময় আহত হয়েছেন আরো চারজন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে ভৈরব ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ