যশোর সমবায়ের সহায়তায় সৃষ্টি হচ্ছে নারী উদ্যোক্তা

আরো পড়ুন

পারভিনা নাহারে স্বপ্ন ছিলো সংসারের পাশা পাশি বাড়িতে কিছু একটা করার। সেই চিন্তা থেকে অভায়নগরের মুক্তেরশরী নারী উন্নয়ন সমবায় সমিতি থেকে প্রথমে ১লক্ষ ২০হাজার টাকার ঋণ নিয়ে একটি গাভী কেনে। পরে সেই একটি গাভী থেকে আজ তার চারটি গাভী।

শুধু পারভিনা নাহার নয়; তার মতো যশোর জেলাতে গাভী পালনসহ ৪টি প্রকল্পের ৬২৪জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ৮শ১০কোটি ৩০লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছে। এই টাকা থেকে এক বছরে সরকার রাজস্ব পেয়েছে ১২লক্ষ ৫২ হাজার টাকা।

যশোর জেলা সমবায় অফিস সূত্রে, গাভী পালন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রকল্প ও সমবায় অধিদপ্তরে শক্তিশালী করণ প্রকল্পের মোট ৬২৪জনকে ৮শ১০কোটি ৩০লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছে। এছাড়াও ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ, পরিবহন ব্যবসা, নার্সারী, বিপণন, রিকশা ও ভ্যান, হস্ত শিল্প, কৃষি, দুগ্ধ উৎপাদন, ফুল উৎপাদন, জমি ক্রয়, কুঠির শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম, সমবায় বাজার ও তাঁত শিল্পের উপরেও ঋণ বিতরণ করে সমবায় অধিদপ্তর।

নারী উদ্যোক্তা পারভিনা নাহার বলেন, প্রথমে সমবায় অফিস থেকে ১লক্ষ ২০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভী কিনি। কিস্তির টাকা পরিশোধ করে আবার ১লক্ষ টাকা ঋণ নিয়েছি। বর্তমানে আমি ৪টি গাভীর মালিক।’
তিনি আরও বলেন, গাভীর দুধের টাকা দিয়ে ছেলে ও মেয়ের লেখা পড়ার খরচ চালাছি। পাশাপাশি ঘরের ছোট ছোট কেনা কাটাও করছি। এছাড়াও স্বামী (আজাদুল কবির বাবু) মাছের ব্যবসার মুলধনের জন্য কিছু টাকা দিয়েছি এই গাভী থেকে।’

ঝিকরগাছার উপজেলার নারী উন্নয়ন সমবায় সমিতির হাসিনা খাতুন, খাদিজা খাতুন, রুপা রাণী, রওশন আরা জানান, সমবায় সমিতি থেকে টাকা নিয়ে আমরা গাভী পালন করে সাবলম্বী হয়েছি। সংসারে কাজের পাশাপাশি গাভী লালন পালন করছি।

যশোর সমবায়ের উপ-সহকারি নিবন্ধক নাসরিন সুলতানা বলেন, বর্তমান সময়ে নারীরা সমবায় থেকে ঋণ নিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠ করছে। স্বামী ঘর সংসার চালিয়ে বাড়তি উপাজন হিসেবে গাভী পালন করছেন। এটা ভালো দিক।’

যশোরের সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাংলাদেশ রাষ্ট্রে “ইগালেটারিয়ান সমাজ’ প্রতিষ্ঠিত হোক, যেনো পাকিস্তানের মতো অভিজাতশ্রেণি গড়ে না ওঠে। ইগালেটারিয়ান হচ্ছে সব মানুষ সমান। তার এই ধারণা থেকে সমবায়ের মাধ্যমে গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ