যশোরে জেল হত্যা দিবসে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া

আরো পড়ুন

যশোরে জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্মরণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রেলস্টেশনস্থ স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এসবের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, জেলা সদস্য ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, জেলা সদস্য প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহামুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো: ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, নজরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতা-কর্মী।

৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ