জমি লিখে না দেয়ায় যশোরে বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে ও বউ

আরো পড়ুন

জমি লিখে না দেয়ায় বেলায়েত হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পুত্র ও পুত্রবধূ।

রবিবার (৩০ অক্টোবর) সকালে যশোর শহরতলীর রেলগেট পশ্চিমপাড়া এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। এদিকে ওই বৃদ্ধকে মারধর করায় স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুলতানা বেগম জানান, তার ছেলে সুমন হোসেন চাকুরি সূত্রে ঢাকাতে থাকেন। ছেলের বউ শ্রাবণী ইসলাম লাবনী তাদের সাথে থাকেন। লাবনী প্রায়দিন সকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাতে বাড়িতে ফেরে। সপ্তাহে তিন চার দিন ছেলেকে নিয়ে বাড়িতে সময় কাটায় লাবনী। বিষয়টি একাধিক বার ছেলে সুমনকে জানালেও সে কোন ব্যবস্থা নেননি। উল্টো বেলায়েত হোসেন ও তার স্ত্রী নির্যাতনের শিকার হয়েছেন।

সম্প্রতি সুমন ঢাকা থেকে বাড়িতে ফিরে প্রতিদিন তার ও তার স্ত্রীর নামে বাড়িসহ জমি লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিলো।

রবিবার সকালে সুমন জানান, তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে একা বসবাস করবেন। পিতা বেলায়েত হোসেন ও মা সুলতানা বেগমকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় বেলায়েত হোসেন বাড়ি ছাড়তে অস্বীকার করলে স্ত্রী লাবনীকে সাথে নিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা জরুরী নম্বর ৯৯৯ ফোন করলে চাঁচড়া ফাঁড়ি পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছেলে সুমন মুঠোফোনে বলেন, বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে সব প্রমাণ আছে। আমি মারিনি বরং আমি একটি রুম চাওয়ায় আমার ভাই এবং বাবা মিলে আমাকে মেরেছে। আমার বাবা মা আমাকে অভিযুক্ত করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, এ ঘটনায় আহতের স্ত্রী ছেলে ও ছেলের বউ এর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ