২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের সমাবেশ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের সমাবেশেও স্ব-শরীরে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, আগামী ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে স্ব-শরীরে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জাতীয় কাউন্সিলকে সফল ও সুচারুরূপে করতে ১১টি উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিলের পূর্ব মেয়াদোত্তীর্ণ সহযোগী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সভানেত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে সহযোগী কমিটির সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ