নরসিংদীতে মেঘনায় নিখোঁজ অপর হাফেজের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসাশিক্ষার্থীর মধ্যে অপরজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মেঘনা নদীর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে উঠে মাহফুজের মরদেহটি। এর আগে শুক্রবার দুপুরে গালিব মিয়ার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

উদ্ধার হওয়া মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। মৃত দুজনেই সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং কোরআনে হাফেজ ছিল।

সদর উপজেলার করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘নিখোঁজ দুইজনের মধ্যে শুক্রবার গালিব মিয়ার মরদেহ খুঁজে পাওয়া যায়। অপর নিখোঁজ মাহফুজের মরদেহ আজ বেলা ১১টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনা নদীতে ভেসে ওঠে। স্থানীয় জেলেরা খবর দিলে নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে অবস্থিত চর আফজাল নামে একটি পার্কে বার্ষিক ভ্রমণে যান মাদ্রাসার ৩২ শিক্ষক-শিক্ষার্থী। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই ছাত্র।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ