ব্রাহ্মণবাড়িয়ায় একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনা ঘটে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে এ ঘটনায় গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করেছে।

কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক, সদস্য সহকারী প্রকৌশলী (এ এস ই) কাজীব ইমাম, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ইজহারুল ইসলাম (এ এম ই) সকালে আখাউড়ায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক জানান, শুক্রবার (২৮ অক্টোবর) একই লাইনে দুই ট্রেন ঢুকে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় একই লাইনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও ঢাকাগামী কনটেইনার ট্রেন প্রবেশ করে। স্টেশনের কাছে এক নম্বর লাইনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি ট্রেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ