দেশের কাচাঁবাজার ধরতে ব্যস্ত যশোরের সবজি চাষি

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
প্রকৃতি জানান দিচ্ছে শীতে আগাম বার্তা। রাতে হালকা হালকা ঠান্ডা অনুভূত করছে শীতে। কাকডাকা ভোরে কুয়াশার চাঁদর মারিয়ে শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ত সময় পার করছে যশোরের চাষিরা।

এবছর জেলাতে ১৮হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে ৫হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। এক থেকে দেড় মাসের ভেতর এসব সবজি সারা দেশের বাজার দখল করবে।

কৃষকরা বলছেন, বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে রেকর্ড পরিমাণ আগাম সবজি উৎপাদন হবে যশোর থেকে। আগাম এই সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। সরেজমিনে দেখা গেছে, আগাম শীতকালীন সবজি চাষের জন্য পুরোদমে চলছে মাঠ প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যার কাজ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সবুজের সমারোহ।

জানা যায়, যশোরে সাতমাইল, চুড়ামনকাটি, বারিনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, লেবুতলা, নোঙরপুর, ইছালি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আগাম শীতকালিন সবজি চাষ হচ্ছে। মাঠজুড়ে চাষ হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, লালশাক-পালংশাক, সবুজ শাকসহ নানা ধরনের সবজি।সবজি ২

সাবাসপুর গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, ৭ বিঘা জমিতে মুলা চাষ করেছি। তিন বিঘা জমিতে বাঁধাকপির চাষের প্রস্তুতি চলছে। গতবছর মুলা ও বাধাঁকপিতে ভালো লাভ করেছি। দূর্যোগ না হলে আল্লাহ রহমতে ভালো টাকা পাবো।’

বীরনারায়নপুর গ্রামের ফুলকপি চাষি আরিফুজ্জামান বলেন, ফুলকপি, শিম, মুলা, লালশাক-পালংশাক, চাষ করছি ৫ বিঘা জমিতে। শীতকালীন সবজি উৎপাদনে উপযুক্ত সময়ের আগেই আমরা সবজি বাজারে তুলতে চাই। এ জন্য একটু আগেভাগে সবজি চাষ শুরু করেছি।’

আবদুলপুর গ্রামের চাষি আমিন উদ্দিন বলেন, দেড় বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। যা শিতের ভিতরে উঠবে। আশা করছি সবজির দাম ভালো পাবো।’

যশোর সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন বলেন, এখন যে আবহাওয়া আছে; তাতে তেমন কোনোপ্রভাব পড়বে না সবজিতে। যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।’

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন, এবছর জেলাতে ১৮হাজার হেক্টর জমিতে শীতকালিন সবজি চাষের লক্ষ্য ধরা হয়েছে। ইতোমধ্যে ৫হাজার হেক্টর জমিতে আগাম বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে।’

তিনি আরো বলেন, কৃষকদের সব ধরনের সহযোগীতা ও পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের অফিসারা মাঠে যেয়ে
কৃষকদের সাথে কথা বলছেন।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ