এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৫৬ জন।
এদিকে, ডেঙ্গুতে নতুন করে আজ কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৮ জন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে হাসপাতালে ভর্তি তিন হাজার ৪১৬ জন রোগীর মধ্যে ঢাকাতে দুই হাজার ২২৪ জন এবং ১ হাজার ১৯২ জন ঢাকার বাইরে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন।
জাগো/আরএইচএম

