ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) প্রচুর বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকার অলিগলিতে জমেছিল বৃষ্টির পানি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায়ও পুরান ঢাকার অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়। এতে দীর্ঘ হচ্ছে পানিবন্দি মানুষের ভোগান্তি।
পুরান ঢাকার হোসনিদালান, নাজিমউদ্দিন রোড, নিমতলী, বংশাল এলাকায়, জমে থাকা বৃষ্টির পানি আজ সন্ধ্যায়ও সরেনি। সকালে খাবার হোটেল, বেডিংয়ের দোকানসহ বিভিন্ন দোকানে ঢুকে যাওয়া বৃষ্টির পানি দিনভর পরিষ্কার করেছেন দোকানিরা। ফলে রাস্তায় চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘ হচ্ছে।
পুরান ঢাকার হোসনিদালান রোডেও একই চিত্র। অলিগলিতে পানি জমে থাকার পাশাপাশি মূল রাস্তায় এখনো পানি জমে আছে।
জাগো/আরএইচএম

