টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্যসহ নিহত ৩

আরো পড়ুন

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় মাইক্রোবাস আরোহী জামালপুরের দুই পুলিশ সদস্যের প্রাণ গেছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক আসামিরও মৃত্যু হয়েছে।

মধুপুর থানার গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর থানাধীন নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল মো. নুরুল ইসলাম ও মো. সোহেল রানা ও এবং ধর্ষণ মামলার আসামি লালন মিয়া (২৪)।

নুরুল ময়মনসিংহ কোতোয়ালি থানার দাপুনিয়া গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে। আর সোহেল টাঙ্গাইলের ঘাটাইল থানার সিংগুরিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আর লালন মিয়ার বাড়ি জামালপুর সদরের গজারহাটা গ্রামে।

এ ঘটনায় আহত হয়েছেন দুজন। এরা হলেন এসআই আজিজুল ইসলাম ও আরেক আসামি আব্দুল লতিফ ওরফে মামুন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মো. মুরাদ হোসেন জানান, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ধর্ষণ মামলার দুই আসামির ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে ফিরছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত ৮টার দিকে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা পাঁচ জন আহত হন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক পুলিশ সদস্য ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আহত অন্য তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।

পরিদর্শক মুরাদ আরো জানান, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ