নরসিংদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

নরসিংদীর পলাশে নিজ বাড়িতে ঢুকে অনিল পাল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রদান বলেন, রাত ৩ টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় তারা দেশিয় অস্ত্র দিয়ে অনিল পালকে কুপিয়ে হত্যা করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গীতা পালকেও আহত করে। পরে গীতা পালের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ