চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

আরো পড়ুন

চুয়াডাঙ্গা সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে আহাদ আলি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

সোমবার (২৪ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের শ্রীকোল বোয়ালিয়া গ্রামের মসজিদ পাড়ার আকছেদ আলির ছেলে। সে শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আহত হারুনুর রশিদ জজ একই এলাকার জসিম উদ্দিনের ছেলে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। আর আহতের শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। তবে সে শঙ্কামুক্ত।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আহাদ আলি মারা যায়। আহত হয় জজ নামের একজন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ