ভারতে ভুল হেলমেট পরায় ট্রাফিক পুলিশের সহকর্মীকে জরিমানা

আরো পড়ুন

একটি স্কুটিচালক পুলিশ সদস্য অর্ধেক হেলমেট পরায় নিজেরই এক সহকর্মীকে জরিমানা করেছেন এক ট্রাফিক পুলিশ।

গত সোমবার (১৭ অক্টোবর) শেয়ার করা ছবিতে এরই মধ্যে প্রায় এক হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই ঠিকভাবে দায়িত্ব পালন করায় ওই ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন। তবে এটিকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এক নেটিজেন লিখেছেন, নাটক! তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন কেন? কে করে এমনটা?

আরেকজন বলেছেন, তাকে তো খুশি দেখাচ্ছে। ছবি তোলার দারুণ সুযোগ! এবার সত্যিকারে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করলে কেমন হয়। সেটাই আপনার মূল দায়িত্ব।

তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করেছেন, এমন কাজ আরো দরকার। আমি দেখছি অনেক পুলিশ সদস্য হেলমেট ছাড়া যাচ্ছে এবং অনেকে তাদের যেতে দিচ্ছে।

ভারতে দুই চাকার মোটরযান চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক এবং সেই হেলমেটটিও হতে হবে মানসম্পন্ন। নাহলে নির্দিষ্ট অংকের জরিমান বিধান রয়েছে দেশটি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ