রাজধানীতে ধানমন্ডি লেকপাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী বলেন, গতকাল রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবর লেকের পাড় থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করতেন।
জাগো/আরএইচএম

